kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

হ্যাপি এবার ডা. জাকির নায়েকের প্রেমে পড়েছেন!

কালের কণ্ঠ অনলাইন   

৩০ নভেম্বর, -০০০১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহ্যাপি এবার ডা. জাকির নায়েকের প্রেমে পড়েছেন!

মিডিয়া জগতের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা নাজনীন আকতার হ্যাপি এবার ডা. জাকির নায়েকের প্রেমে পড়েছেন! হ্যাপি জানিয়েছেন, ডা. জাকির নায়েকের কথাই তার সবচেয়ে বেশি ভালো লাগে। জাকির নায়েকের কথা শোনার সময় তার আর কোনো খেয়াল থাকে না।
বুধবার গভীর রাতে হ্যাপি তার ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন। হ্যাপির সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
'এই মুহূর্তে যার কথা আমার সবচেয়ে বেশি ভাল লাগে, যার কথা শোনার সময় আমার সব খেয়াল হারিয়ে যায়, তার কথাগুলো আমার ভেতর যাদুর মত কাজ করে! এমনকি নামাজ, কোরআন আর হাদীস পড়ার পর, যেই সময় থাকে সেই সময় জুড়ে আমার শুধু তারই লেকচার শুনতে ইচ্ছা করে। তিনি ডঃ জাকির নায়েক। ইসলামের কথা যখন তিনি বলেন, তখন তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। সুবাহান আল্লাহ! প্রতিটি মুসলমান যেন, তার ভেতরে ইসলামের নূর প্রবেশ করাতে পারে, আল্লাহ তায়ালা সবাইকে সেই তৌফিক দান করুক। আমীন।'

মন্তব্যসাতদিনের সেরা