kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

লিজা এবার নৃত্যশিল্পী (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

৩০ নভেম্বর, -০০০১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেলিজা এবার নৃত্যশিল্পী (ভিডিওসহ)

প্রথমবারের মতো নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে কোজআপ ওয়ান বিজয়ী শিল্পী লিজাকে। 'সুরাইয়া' শিরোনামে নিজের নতুন একটি গানের মিউজিক ভিডিও করেছেন লিজা। সম্প্রতি দিয়াবাড়িতে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। যাতে গানটির সঙ্গে নেচেছেন তিনি নিজেই।
এ প্রসঙ্গে লিজা বলেন, ''ছোটবেলায় গানের পাশাপাশি নাচও করেছি অনেক। বড় হয়ে সেটা কন্টিনিউ করা হয়নি। মিউজিক ভিডিওটিতে নাচতে গিয়ে শুরুতে টেনশন হচ্ছিল। পরে ঠিক সব ইজি হয়ে গেছে। এটা ছিল আমার জন্য অনেক মজার একটা অভিজ্ঞতা। পুরো কাজটা আমি খুব এনজয় করেছি।''
লিজা আরো জানান, ''ভিডিটিতে নাচার জন্য শুটিংয়ের আগে ৫ দিন ধরে নাচ প্র্যাকটিস করেছেন তিনি। শুটিংয়ে পুরোটা সময় তাঁর পাশে ছিলেন সংগীতশিল্পী কনা। তিনি লিজাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন।''
এতে লিজার সঙ্গে আরো নেচেছেন চারজন ছেলে এবং চারজন মেয়ে নৃত্যশিল্পী। ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। কোরিওগ্রাফিতে ছিলেন আসাদ খান।
'সুরাইয়া' গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। গতকাল থেকেই অনলাইনে এবং বিভিন্ন টিভি চ্যানেলে মিউজিক ভিডিওটি দেখা যাবে।


ভিডিও দেখুন.................সাতদিনের সেরা