যশোরের চৌগাছায় চতুর্থ ধাপ উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে নৌকার প্রার্থী ড. মোস্তানিছুর রহমান নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ফলাফলে জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৮১টি ভোট কেন্দ্রে মোট ভোট পড়েছে ৯২ হাজার ৩’শ ৬৪।
এর মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী ড. এম মোস্তানিছুর রহমান পেয়েছেন ৫৬ হাজার ৮’শ ৩৮ এবং আনারস প্রতীকে এস এম হাবিবুর রহমান পেয়েছেন ৩৫ হাজার ৫’শ ২৬ ভোট। ২১ হাজার ৩’শ ১২ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মন্তব্য