kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১         

চাঁদপুরে এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

চাঁদপুর প্রতিনিধি   

২৪ মার্চ, ২০১৯ ১৩:২৩ | পড়া যাবে ২ মিনিটেচাঁদপুরে এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

চাঁদপুরের ৭টি উপজেলায় রবিবার সকাল ৮টা থেকেই ভোটগ্রহণ চলছে। চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, শাহরাস্তি এবং কচুয়া উপজেলার চেয়ারম্যানসহ তিনটি পদে নির্বাচনে এই ভোটগ্রহণ চলছে। 

অন্য তিন উপজেলার মধ্যে মতলব উত্তরে চেয়ারম্যান এবং দুটি ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় সেখানে ভোটগ্রহণ হচ্ছে না। মতলব দক্ষিণে শুধু পুরুষ ভাইস চেয়ারম্যান এবং হাজীগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ চলছে। 

এমন পরিস্থিতিতে সকাল ১১টায় মতলব দক্ষিণের পশ্চিম বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

রির্টানিং অফিসার শওকত ওসমান জানান, একদল দুর্বৃত্ত ওই কেন্দ্রে ঢুকে আট শ ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। তিনি আরো জানান, সেখানে শুধু পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। কারণ, চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় এই দুই পদে ভোট হচ্ছে না।

এদিকে, অন্যান্য কেন্দ্রে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশকিছু কেন্দ্রে ভোটারের উপস্থিতি দেখা গেলেও দুপুর পর্যন্ত প্রায় কেন্দ্রই ছিল ফাঁকা। 

চাঁদপুরের এই ৭ উপজেলার মোট ৬৪৯টি কেন্দ্রের ৪০৮৭টি বুথে এই ভোটগ্রহণ চলছে। এই ৭ উপজেলার ভোটার হচ্ছেন সাড়ে ১৭ হাজার।

মন্তব্যসাতদিনের সেরা