kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

ঝিনাইগাতীর দুই কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আটক ৬

শেরপুর প্রতিনিধি   

২৪ মার্চ, ২০১৯ ১৩:০২ | পড়া যাবে ১ মিনিটেঝিনাইগাতীর দুই কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আটক ৬

শেরপুরে ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে হাসলিগাঁও ও জুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় দুই নারীসহ ছয়জনকে আটক করা হয়েছে। ২৪ মার্চ রবিবার বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়।

ভোট কর্মকর্তারা জানান, চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে জাল ভোট দেওয়ার সময় তাদের আটক করা হয়। 

আটককৃতদের মধ্যে মধ্যে বাবু মিয়া, সাইফুল ইসলাম ও শরাফত আলী নামে তিনজনের নাম জানা গেছে। 

সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিসাইডিং অফিসার আবুল কাশেম ও ডা. পলাশ কান্তি দত্ত জাল ভোট দেওয়ার সময় আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, হাসলিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই নারীসহ পাঁচজন এবং জুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজনকে আটক করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা