kalerkantho

বৃহস্পতিবার । ১২ ডিসেম্বর ২০১৯। ২৭ অগ্রহায়ণ ১৪২৬। ১৪ রবিউস সানি     

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ প্রতিনিধি   

২৩ মার্চ, ২০১৯ ১৮:৫৩ | পড়া যাবে ১ মিনিটেটুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ভয়-ভীতি, মারধর ও নির্বাচন বানচালের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থী সোলায়মান বিশ্বাস।

আজ শনিবার দুপুরে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় নিজ নির্বাচনী অফিসে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

প্রার্থী সোলায়মান বিশ্বাস অভিযোগ করে বলেন, মনোনয়নপত্র জমা ও প্রতীক বরাদ্দের পর প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী বাবুল শেখ আমার নেতাকর্মীদের মারধর করে চলেছেন। সেই সাথে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের ভয়-ভীতি প্রদশর্ন করছেন। এমনকি তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ বিষয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। আগামীকাল যাতে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুকুমার বাইন, টুঙ্গিপাড়ার শেখ মুজিকুর রহমান ডিগ্রি কলেজের সাবেক ভিপি বি এম ফুরকান আলীসহ সমর্থকেরা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা