মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি
দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলায় ভোট গ্রহণ আগামীকাল সোমবার। তাই ভোটকেন্দ্র গুলোতে পৌঁছানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।
আজ রবিবার দুপুর ১টা থেকে ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলার ৪০২টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, স্বচ্ছ বাক্সসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়।
ঠাকুরগাঁও সদর রির্টানিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে প্রত্যেক উপজেলায় ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। এ ছাড়াও কেন্দ্রগুলোতে আনসার, পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাব টহল মোতায়েন করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী, হরিপুর, রাণীশংকৈল ও পীরগঞ্জ মোট ৫টি উপজেলার ৫৩টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৯ লক্ষ ৯৫ হাজার ৯৫৪ জন। এর মধ্যে মহিলা ভোটার ৪ লক্ষ ৯২ হাজার ৮২৩ এবং পুরুষ ভোটার ৫ লক্ষ ৩ হাজার ১৩১ জন। এবার চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মন্তব্য