kalerkantho

মঙ্গলবার। ১৮ জুন ২০১৯। ৪ আষাঢ় ১৪২৬। ১৪ শাওয়াল ১৪৪০

হিসাববিজ্ঞান চর্চা

ঘটনা থেকে লেনদেন শনাক্তকরণ

মো. আব্দুল হান্নান, সহকারী শিক্ষক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা

২১ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঘটনা থেকে লেনদেন শনাক্তকরণ

[নবম-দশম শ্রেণির হিসাববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ে লেনদেন শনাক্তকরণের ওপর আলোচনা আছে]

ঘটনা : ঘটনা থেকে লেনদেনের সৃষ্টি হয়। হিসাববিজ্ঞানের ভাষায় কোনো কিছুর আগের অবস্থার পরিবর্তনকে ঘটনা বলে। ঘটনা দুই প্রকার। যথা—১. আর্থিক ঘটনা, ২. অনার্থিক ঘটনা। হিসাববিজ্ঞানে শুধু আর্থিক ঘটনা লিপিবদ্ধ করা হয়। অনার্থিক ঘটনা হিসাববিজ্ঞানের বিবেচ্য বিষয় নয়।

লেনদেন : হিসাববিজ্ঞানের ভাষায়, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো দ্রব্যসামগ্রী (পণ্য) বা সেবার আদান-প্রদানকে লেনদেন বলে।

ঘটনা থেকে লেনদেন শনাক্তকরণ : যখন কোনো ঘটনা A = L+E হিসাব সমীকরণের উপাদানের ২টি পরিবর্তন ঘটায়, তখন উক্ত ঘটনাকে লেনদেন বলে।

মন্তব্যসাতদিনের সেরা