kalerkantho

মঙ্গলবার। ১৮ জুন ২০১৯। ৪ আষাঢ় ১৪২৬। ১৪ শাওয়াল ১৪৪০

নবম-দশম শ্রেণি

হিসাববিজ্ঞান

মো. আব্দুল হান্নান, সহকারী শিক্ষক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

২০ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেপ্রথম অধ্যায়

হিসাববিজ্ঞান পরিচিতি

বহু নির্বাচনী প্রশ্ন

     

১।   বর্তমান হিসাববিজ্ঞানের ভিত্তি হলো— 

     i. উৎপাদনব্যয় হিসাব পদ্ধতি

     ii. একতরফা দাখিলা হিসাব পদ্ধতি 

     iii. দুই তরফা দাখিলা হিসাব পদ্ধতি 

     নিচের কোনটি সঠিক?

     ক) i, ii খ) i, iii 

     গ) ii, iii     ঘ) i, ii ও iii. 

২।   লুকা প্যাসিওলি কী ছিলেন?

     ক) বিজ্ঞানী  

     খ) জোতির্বিদ

     গ) দার্শনিক  

     ঘ) গণিতবিদ 

৩।   হিসাববিজ্ঞানের উন্নতি কোনটির সঙ্গে সম্পর্কিত?

     ক) বিনিময় প্রথা চালুর     

     খ) মুদ্রা প্রচলনের

     গ) বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির

     ঘ) হিসাব সুষ্ঠুভাবে লিপিবদ্ধকরণের

৪।   একটি ব্যবসায়ের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী—     

     i.  মালিক              ii. ব্যবস্থাপক

     iii. ঋণ প্রদানকারী 

     নিচের কোনটি সঠিক? 

     ক) i, ii খ) i, iii 

     গ) ii, iii     ঘ) i, ii ও iii.

৫।   বিজ্ঞান ও প্রযুক্তি— 

     ক) হিসাবরক্ষণকে সংকুচিত করে

     খ) হিসাবরক্ষণকে ব্যয়বহুল করে তোলে 

     গ) হিসাবরক্ষণের গতি রোধ করে    

     ঘ) হিসাবরক্ষণের উন্নতি ঘটায়

৬।   হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?

     ক) হিসাবব্যবস্থা           খ) তথ্যব্যবস্থা

     গ) নিরীক্ষাব্যবস্থা     ঘ) বিবরণী ব্যবস্থা 

৭।   একটি ব্যবসায়ের হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী— 

     i. ঋণ প্রদানকারী

     ii. সরকার ও পাওনাদার

     iii. কর্মচারী ও কর্মকর্তা

     নিচের কোনটি সঠিক?

     ক) i, ii খ) i, iii 

     গ) ii, iii     ঘ) i, ii ও iii. 

৮।   হিসাব তথ্যের ব্যবহারকারী পক্ষ কয়টি? 

     ক) ২টি খ)  ৩টি

     গ) ৪টি      ঘ)  ৫টি

     গ) কর্মচারী ও কর্মকর্তা      ঘ) অভ্যন্তরীণ নিরীক্ষক 

৯।   হিসাববিজ্ঞানের রীতি-নীতি ও কলাকৌশল যথাযথভাবে অনুসরণ করা হলে—     i. কর ফাঁকির প্রবণতা হ্রাস পায়

     ii. বিভিন্ন অনিয়মের প্রবণতা কমে

     iii. আয় বুঝে ব্যয় করা যায়

     নিচের কোনটি সঠিক?

     ক) i, ii খ) i, iii 

     গ) ii, iii     ঘ) i, ii ও iii.

১০।  নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের কাছে দায়বদ্ধতাকে কী বলে? 

     ক) পরনির্ভরশীলতা    খ) হিসাব সচেতনতা

     গ) পরাধীনতা            ঘ) জবাবদিহি 

১১। মানুষের মধ্যে মূল্যবোধ সৃষ্টিতে সহায়তা করে কোনটি?

     ক) ধর্মীয় অনুশাসন   খ) সুষ্ঠু ব্যবস্থাপনা

     গ) সঞ্চয় প্রবণতা   ঘ) আর্থিক সচ্ছলতা 

১২।  সরকারের আয়ের অন্যতম  উৎস হচ্ছে—

     i. ভ্যাট ও কাস্টমস    

     ii. ডিউটি  iii. আয়কর

     নিচের কোনটি সঠিক?

     ক) i, ii খ) i, iii 

     গ) ii, iii     ঘ) i, ii ও iii.  

১৩।  নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের কাছে দায়বদ্ধতাকে কী বলে? 

     ক) সততা   

     খ) দায়িত্ববোধ

     গ) জবাবদিহি 

     ঘ) মূল্যবোধ

১৪।  কোনটির মাধ্যমে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ব্যক্তিদের দায়িত্ব চিহ্নিত করা যায়?

     ক) সততা    খ) জবাবদিহি 

     গ) দায়িত্ববোধ            ঘ) হিসাব

১৫।  হিসাববিজ্ঞানের যথার্থ প্রয়োগের মাধ্যমে—

     i. কর ফাঁকির প্রবণতা হ্রাস পায়

     ii. বিভিন্ন অনিয়মের প্রবণতা কমে

     iii. আয় বুঝে ব্যয় করা যায়

     নিচের কোনটি সঠিক?

     ক) i, ii খ) i, iii 

     গ) ii, iii     ঘ) i, ii ও iii.

 

 

 

মন্তব্যসাতদিনের সেরা