kalerkantho

সোমবার। ১৭ জুন ২০১৯। ৩ আষাঢ় ১৪২৬। ১৩ শাওয়াল ১৪৪০

পঞ্চম শ্রেণি

প্রাথমিক গণিত

মো. মনজুরুল হক মজুমদার, সিনিয়র শিক্ষক, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

২০ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেপ্রাথমিক গণিত

অধ্যায়ভিত্তিক পাঠ প্রস্তুতি

দ্বিতীয় অধ্যায়

সৃজনশীল প্রশ্ন

১। আসিফ ১৮০ টাকা দিয়ে ৩৬টি কলম কিনল।

ক) আসিফ কত ডজন কলম কিনেছিল?

খ) তার কেনা প্রতিটি কলমের মূল্য কত?

গ) ২৫টি কলম কিনতে তার কত টাকা লাগবে?

ঘ) সে উক্ত টাকা দিয়ে ১০ টাকা মূল্যের কতটি পেনসিল কিনতে পারবে?

সমাধান :

ক) আসিফ কলম কিনেছিল ৩৬টি

= (৩৬÷১২) ডজন = ৩ ডজন

আসিফ ৩ ডজন কলম কিনেছিল।

খ) ৩৬টি কলমের মূল্য ১৮০ টাকা

১টি কলমের মূল্য (১৮০÷৩৬) টাকা

                    = ৫ টাকা

 তার কেনা প্রতিটি কলমের মূল্য ৫ টাকা।

গ) খ থেকে প্রাপ্ত, ১টি কলমের মূল্য ৫ টাকা

২৫টি কলমের মূল্য (২৫×৫) টাকা

                     = ১২৫ টাকা।

২৫টি কলম কিনতে তার ১২৫ টাকা লাগবে।

ঘ) ১০ টাকায় কিনতে পারে ১টি পেনসিল

১৮০ টাকায় কিনতে পারবে (১৮০÷১০) টাকা

= ১৮ পেনসিল

সে উক্ত টাকা দিয়ে ১০ টাকা মূল্যের ১৮টি পেনসিল কিনতে পারবে।

১০০টি লিচুর  দাম ৩০০ টাকা হলে, ২৫টি লিচুর দাম ৭৫ টাকা

তৃতীয় অধ্যায়

সংক্ষিপ্ত প্রশ্ন

১। এক ডজন লেবুর দাম ৬০ টাকা হলে, ৪টি লেবুর দাম কত?               

উত্তর : ২০ টাকা।

২। দিয়ার বয়স ১০ বছর। তার বয়সের দ্বিগুণের সঙ্গে কত বছর যোগ করলে, যোগফল ২৪ বছর হবে?    

উত্তর : ৪ বছর।

৩। ৩১—(৩×২) + ২৫ = কত ?   উত্তর : ৫০

৪। মুনা অপেক্ষা রীনার ৫০ টাকা বেশি আছে। রীনা অপেক্ষা রানার ২০ টাকা কম আছে। কার কাছে সবচেয়ে বেশি টাকা আছে?

উত্তর : রীনার কাছে সবচেয়ে বেশি টাকা আছে।

৫। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত?      উত্তর : ১

৬। ৫০÷২৫×২ + ৫ = কত ?     উত্তর : ৯

৭। একজন শ্রমিক সপ্তাহে ১৫৭৫ টাকা আয় করলে, ১ দিনে তার আয় কত হবে?     উত্তর : ২২৫ টাকা।

৮। পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত কম?               উত্তর : ৮৯৯৯৯।

৯। ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত?          

উত্তর : ১

১০। ঐকিক নিয়ম কী?

উত্তর : হিসাবের সুবিধার্থে প্রথমে একটির দাম বের করে সমস্যার সমাধান করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে।

১১। ১০টি কলমের দাম ৫০ টাকা। এরূপ ১৫টি কলমের দাম কত?                   উত্তর : ৭৫ টাকা

১২। ৩টি ঝুড়িতে ৬০টি কমলা ধরে। এরূপ ১০টি ঝুড়িতে কতটি কমলা ধরে?             উত্তর : ২০০টি।

১৩। কোনো কাজ ১০ জন লোকে ৪ দিনে করলে ওই কাজ ৮ জন লোকে কত দিনে করবে?       

উত্তর : ৫ দিনে।

১৪। বিয়োজন ৯২০০ এবং বিয়োজ্য ৮২০০ হলে, বিয়োগফল কত?                    উত্তর : ১০০০।

১৫। এক হালি ডিমের দাম ৩০ টাকা হলে, দুই ডজন ডিমের দাম কত?         

উত্তর : ১৮০ টাকা।

১৬। ৫টি বইয়ের দাম ১২০ টাকা হলে, ১০টি বইয়ের দাম কত টাকা?                

উত্তর : ২৪০ টাকা

১৭। ১০০টি লিচুর দাম ৩০০ টাকা হলে, ২৫টি লিচুর দাম কত টাকা?      উত্তর : ৭৫ টাকা।

১৮। ৬, ৮, ৯, ৫, ০, ৪ অঙ্কগুলোর প্রত্যেকটি

অঙ্ক একবার ব্যবহার

করে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা কত?  

উত্তর : ৯৮৬৫৪০

১৯। একটি সংখ্যার ৪ গুণ ২২৪ হলে, সংখ্যাটি কত?

উত্তর : ৫৬

২০। ৬টি পেনসিলের দাম ২৪ টাকা হলে, ১টির দাম কত?   উত্তর : ৪ টাকা

২১। ১টি ডায়রির দাম ৬৫ টাকা হলে, ১০টি ডায়রির দাম কত?          উত্তর : ৬৫০ টাকা।

২২। ১ ডজন কলার দাম ৩০ টাকা হলে, ৩ ডজন কলার দাম কত?       উত্তর : ৯০ টাকা।

২৩। ৫ কেজি চাউলের মূল্য ২১০ টাকা। ৮ কেজি চাউলের মূল্য কত টাকা?              উত্তর : ৩৩৬ টাকা।

২৪। ৩৩৪টি আম ১৫ জনের মধ্যে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে?       উত্তর : ৪টি।

২৫। একটি কাজ ৩০০ জন লোক ২০ দিনে সম্পন্ন করতে পারে। কাজটি ৪০ দিনে সম্পন্ন করতে কতজন লোক লাগবে?

উত্তর : ১৫০ জন।

 

 

 

মন্তব্যসাতদিনের সেরা