kalerkantho

বৃহস্পতিবার । ২৭ জুন ২০১৯। ১৩ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

বৈশিষ্ট্য

গৃহপালিত পশু

[ষষ্ঠ শ্রেণির কৃষি বইয়ের পঞ্চম অধ্যায়ে গৃহপালিত পশুর সাধারণ বৈশিষ্ট্যের কথা বলা আছে]

২০ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগৃহপালিত পশু

গৃহপালিত পশুর ভিন্ন ভিন্ন আচরণ ও বৈশিষ্ট্য রয়েছে। এদের কতগুলো সাধারণ বৈশিষ্ট্য তুলে ধরা হলো—

►  গৃহপালিত পশু সহজে পোষ মানে।

►  বাড়ির পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে।

►  গৃহপালিত পশু তার পালনকারীদের সহজে চেনে।

► এরা মানুষের সান্নিধ্য পছন্দ করে।

► এরা বাড়ির মানুষের আচরণে সাড়া দেয়।

 

মন্তব্যসাতদিনের সেরা