kalerkantho

মঙ্গলবার। ১৮ জুন ২০১৯। ৪ আষাঢ় ১৪২৬। ১৪ শাওয়াল ১৪৪০

সপ্তম শ্রেণি

বিজ্ঞান

মো. মিকাইল ইসলাম নিয়ন, সহকারী শিক্ষক, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা

১৫ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেবহু নির্বাচনী প্রশ্ন

দ্বিতীয় অধ্যায়

(উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন)

১।  প্রোটোপ্লাজমে কত ভাগ পানি?

    ক) ৬৭-৯০%               খ) ৭৭-৯০%

    গ) ৮৭-৯০%               ঘ) ৮০-৯০%

২। ক্রোমোপ্লাস্টিড কত প্রকার?

    ক) দুই                   খ) তিন  

    গ) চার                   ঘ) পাঁচ

৩। সেন্ট্রিওলের প্রধান কাজ কী?

    ক) হরমোন নিঃসরণ           খ) শক্তি উৎপাদন   

    গ) কোষ বিভাজনের সময় অ্যাস্টার গঠন     ঘ) এনজাইম নিঃসরণ

৪। ক্রিস্টি ও ম্যাট্রিক্স থাকে কোনটিতে?

    ক) প্লাস্টিডে                খ) ক্রমোজমে  

    গ) নিউক্লিয়াসে              ঘ) মাইটোকন্ড্রিয়ায়

৫। মানবদেহে কোন পেশির সংখ্যা বেশি?

    ক) ঐচ্ছিক পেশি             খ) অনৈচ্ছিক পেশি  

    গ) হৃদ পেশি               ঘ) পাকস্থলীর পেশি

৬।  পেশিকে হাড়ের সঙ্গে যুক্ত করে নিচের কোনটি?

    ক) টেন্ডন                 খ) মেদকলা   

    গ) তরুণাস্থি                ঘ) তন্তুময় যোজকটিস্যু

৭।  প্রতিবেদন সৃষ্টি করতে পারে কোন টিস্যু?

    ক) আবরণী                খ) যোজক

    গ) স্নায়ু                   ঘ) পেশি

৮।  কোন বিজ্ঞানী প্রথম কোষ আবিষ্কার করেন?

    ক) রবার্ট ব্রাউন              খ) রবার্ট হুক  

    গ) মারগুলিস               ঘ) হুইটেকার

৯। কোষের ‘পাওয়ার হাউস’ কোনটি?

    ক) প্লাস্টিড                 খ) মাইটোকন্ড্রিয়া

    গ) নিউক্লিয়াস               ঘ) সেন্ট্রিওল

১০। স্নায়ুকলার একক কী?

    ক) কোষদেহ                খ) অ্যাক্সন

    গ) নিউরন                     ঘ) নিউক্লিয়াস

১১।     ফলের বর্ণবৈচিত্র্য সৃষ্টির জন্য দায়ী কোনটি?

    ক) প্লাস্টিড                 খ) ক্রোমোপ্লাস্ট

    গ) ক্লোরোপ্লাস্ট              ঘ) লিউকোপ্লাস্ট

১২। হাড় গঠনের প্রধান উপাদান কোনটি?

    ক) ক্যালসিয়াম              খ) অক্সিজেন

    গ) জিঙ্ক                  ঘ) পটাসিয়াম

১৩।     নিউরনের অংশ হলো—

    i. কোষদেহ   

    ii. অ্যাক্সন   

    iii. ডেনড্রন

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii               খ) i ও iii 

    গ) ii ও iii                 ঘ) i, ii ও iii

১৪। কোষ প্রাচীরের কাজ—

    i. খাদ্য প্রস্তুত করা

    ii. কোষের আকৃতি দান করা

    iii. কোষের সজীব অংশকে রক্ষা করা

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii               খ) i ও iii 

    গ) ii ও iii                 ঘ) i, ii ও iii

১৫।     ভাজক টিস্যুর কাজ হলো—

    i. নতুন কোষ সৃষ্টি

    ii. দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি ঘটানো

    iii. স্থায়ী টিস্যুর উৎপত্তি ঘটানো

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii               খ) i ও iii 

    গ) ii ও iii                 ঘ) i, ii ও iii

১৬। প্রতি কোষে কতটি মাইটোকন্ড্রিয়া থাকে?

    ক) ৩০০-৪০০              খ) ৫০০-৬০০ 

    গ) ৭০০-৮০০              ঘ) ৯০০-১০০০

১৭। উদ্ভিদ কোষে শর্করা কিরূপে মজুদ থাকে?

    ক) প্লাস্টিড                 খ) গ্লাইকোজেন 

    গ) স্টার্চ                  ঘ) অ্যামাইনো এসিড

১৮। ভাজক টিস্যু পাওয়া যায়—

    ক) কাণ্ডের অগ্রভাগে           খ) পাতায়

    গ) মূলের গোড়ায়            ঘ) প্রাণীদেহে

১৯। বিভাজন ক্ষমতা অনুযায়ী উদ্ভিদ টিস্যু প্রধানত কত প্রকার?

    ক) ২ প্রকার                খ) ৩ প্রকার

    গ) ৪ প্রকার                ঘ) ৫ প্রকার

২০।     উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য কোনটি?

    ক) প্লাস্টিড                 খ) মাইটোকন্ড্রিয়া

    গ) নিউক্লিয়াস               ঘ) গলগি বডি

২১।     এপিথেলিয়াল টিস্যুতে কোনটি থাকে না?

    ক) আবরণী কোষ                 খ) এক বা একাধিক স্তর   

    গ) পাতলা ভিত্তি পর্দা          ঘ) ম্যাট্রিক্স

২২। উদ্ভিদের মূলে কোন প্লাস্টিড থাকে?

    ক) ক্লোরোপ্লাস্ট              খ) লিউকোপ্লাস্ট

    গ) ক্রোমোপ্লাস্ট              ঘ) কোনোটিই নয়

২৩। প্রতিটি মাইটোকন্ড্রিয়া কত স্তরবিশিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে?

    ক) ২                    খ) ৩

    গ) ৪                    ঘ) ৫

২৪। রক্ত এক ধরনের—

    ক) স্নায়ু কলা               খ) তরল যোজক কলা

    গ) আবরণী কলা             ঘ) পেশি কলা

২৫। নিচের কোনটি নিউরনের অন্তর্ভুক্ত অংশ?

    ক) মেডুলা                     খ) ডেনড্রন

    গ) ব্রঙ্কিওল                 ঘ) সেরোসা

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর

১. ক ২. ক ৩. গ ৪. ঘ ৫. ক ৬. ক ৭. গ ৮. খ ৯. খ ১০. গ ১১.খ ১২. ক ১৩. ঘ ১৪. গ ১৫. ঘ ১৬. ক ১৭. খ ১৮. ক ১৯. ক ২০. ক ২১. ঘ ২২.খ ২৩. ক ২৪. খ ২৫. খ।

মন্তব্যসাতদিনের সেরা