kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

পঞ্চম শ্রেণি

প্রাথমিক গণিত

মো. মনজুরুল হক মজুমদার, সিনিয়র শিক্ষক, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

১৩ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেপ্রাথমিক গণিত

প্রথম অধ্যায়

সৃজনশীল প্রশ্ন

১।   একটি মোবাইলের মূল্য ১৪৯৯ টাকা এবং একটি বইয়ের মূল্য ৬২৫ টাকা।

     ক) ১২টি বইয়ের মূল্য কত টাকা?

     খ) ২৫টি মোবাইলের মূল্য ৫০,০০০ টাকা থেকে কত কম?

     গ) ৩৫টি বই এবং ৬৫টি মোবাইলের একত্রে মূল্য কত?

     সমাধান :

     ক) ১২টি বইয়ের মূল্য (৬২৫দ্ধ১২) টাকা

     = ৭৫০০ টাকা

     খ) ২৫টি মোবাইলের মূল্য (১৪৯৯দ্ধ২৫) টাকা

     = ৩৭৪৭৫ টাকা।

     ∴ কম (৫০০০০ — ৩৭৪৭৫) টাকা

     = ১২৫২৫ টাকা।

     গ) ৩৫টি বইয়ের মূল্য (৬২৫দ্ধ৩৫) টাকা

     = ২১৮৭৫ টাকা

     এবং ৬৫টি মোবাইলের মূল্য (১৪৯৯দ্ধ৬৫) টাকা

     = ৯৭৪৩৫ টাকা

     ∴ একত্রে মূল্য (২১৮৭৫+৯৭৪৩৫) টাকা = ১১৯৩১০ টাকা

২।   কামাল সাহেবের মাসিক বেতন ৯৮৫০ টাকা। তিনি প্রতি মাসের বাড়িভাড়া ৩২৫০ টাকা ও অন্যান্য খরচ বাবদ ৪৬২৫ টাকা ব্যয় করেন। অবশিষ্ট টাকা ব্যাংকে জমা করেন।

     ক) কামাল সাহেবের বেতন বছরে কত টাকা?

     খ) তিনি মাসে মোট কত টাকা খরচ করেন?

     গ) ৩ বছরে তাঁর কত টাকা ব্যাংকে জমা হবে?

     সমাধান :

     ক) আমরা জানি, ১ বছর = ১২ মাস।

     কামাল সাহেবের ১ মাসের বেতন ৯৮৫০ টাকা

     কামাল সাহেবের ১২ মাসের বেতন (৯৮৫০দ্ধ১২) টাকা            = ১১৮২০০ টাকা

খ)   বাড়িভাড়া দেন      ৩২৫০ টাকা

     অন্যান্য খরচ করেন ৪৬২৫ টাকা

     মোট খরচ           ৭৮৭৫ টাকা

     তিনি মাসে মোট খরচ করেন ৭৮৭৫ টাকা।

গ)   ‘খ’ থেকে পাই,

     কামাল সাহেব প্রতি মাসে খরচ করেন ৭৮৭৫ টাকা

     প্রতি মাসে ব্যাংকে জমা করেন (৯৮৫০ — ৭৮৭৫) টাকা              

     = ১৯৭৫ টাকা

     ১ বছরে ব্যাংকে জমা করেন (১৯৭৫দ্ধ১২) টাকা

                     = ২৩৭০০ টাকা

     ৩ বছরে ব্যাংকে জমা করেন (২৩৭০০দ্ধ৩) টাকা

                     = ৭১১০০ টাকা

 

দ্বিতীয় অধ্যায়

সংক্ষিপ্ত প্রশ্ন

১। এক ডজন ডিমের দাম ৯৬ টাকা হলে, একটি ডিমের দাম কত?  

উত্তর : ৮ টাকা।

২। দুইটি সংখ্যার গুণফল ১৫০০, এদের একটি ১০০ হলে, অপরটি কত?   

উত্তর : ১৫

৩। ৪০০গু৮ = ড়; এখানে খালি ঘরে কত বসবে?   

উত্তর : ৫০

৪। রফিক সপ্তাহে ১৫৭৫ টাকা আয় করলে ১ দিনে তার আয় কত?   

উত্তর : ২২৫ টাকা।

৫। দৈনিক ১২০ কি.মি. সাইকেল চালিয়ে কোনো ব্যক্তি ৪৮০ কি.মি. পথ কত দিনে যেতে পারবে?   উত্তর : ৪ দিনে।

৬। ৩৩৪টি আম ১৫ জনের মধ্যে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে? 

     উত্তর : ৪টি

৭।   ৯৯০০০ কে ১০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 

     উত্তর : ৯৯০০

৮।   ১৮২৫ দিনে কত বছর হয়?  

     উত্তর : ৫ বছর

৯।   ৯৩৫০০গু১০০ =?   

     উত্তর : ৯৩৫

১০।  ৪৪৫০০ কে ১০০ দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?

     উত্তর : ৪৪৫

১১।  ৫টি আমের দাম ৭৫ টাকা হলে, ১টি আমের দাম কত?    

     উত্তর : ১৫ টাকা।

১২।  ৬টি পেনসিলের দাম ২৪ টাকা হলে, ১টি পেনসিলের দাম কত?

     উত্তর : ৪ টাকা।

 

মন্তব্যসাতদিনের সেরা