kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

বৈশিষ্ট্য

তাপমণ্ডল

[নবম-দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ বইয়ের পঞ্চম অধ্যায়ে তাপমণ্ডলের ওপর আলোচনা আছে]

২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতাপমণ্ডল

থার্মোস্ফিয়ার

মেসোবিরতির ওপরে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে তাপমণ্ডল বলে। এই স্তর থার্মোস্ফিয়ার নামেও পরিচিত।

♦ এই স্তরে বায়ুমণ্ডলের তাপমাত্রা অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পেয়ে ১৪৮০ সেলসিয়াসে পৌঁছায়।

♦ তাপমণ্ডলের ওপরের স্তরে তাপমাত্রার পরিমাণ প্রায় স্থির থাকে।

♦ তীব্র সৌর বিকিরণে রঞ্জন রশ্মি ও অতি বেগুনি রশ্মির সংঘাতে এই অংশের বায়ু আয়নযুক্ত হয়।

♦ ভূপৃষ্ঠ থেকে পাঠানো বিভিন্ন বেতারতরঙ্গ আয়নমণ্ডলের বিভিন্ন আয়নে বাধা পেয়ে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে।

মন্তব্য