kalerkantho

অনিবার্য কারণে আজ শেয়ারবাজার প্রকাশিত হলো না। - সম্পাদক

পার্থক্য

মেসোমণ্ডল

[নবম-দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ বইয়ের পঞ্চম অধ্যায়ে মেসোমণ্ডলের ওপর আলোচনা আছে]

২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমেসোমণ্ডল

স্ট্রটোবিরতির ওপরে প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে মেসোমণ্ডল বলে।

► এই স্তর ট্রপোমণ্ডলের মতোই উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে, যা -৮৩ সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যায়। মেসোমণ্ডল বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম তাপমাত্রা ধারণ করে।

► মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলোর অধিকাংশই এই স্তরের মধ্যে এসে পুড়ে যায়।

মন্তব্য