kalerkantho

সোমবার। ২৭ মে ২০১৯। ১৩ জ্যৈষ্ঠ ১৪২৬। ২১ রমজান ১৪৪০

সহজ পাঠ

গণিত

১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগণিত

শতকরা

শতকরা হলো এমন একটি অনুপাত, যা ১০০-এর ভগ্নাংশরূপে প্রকাশ করা হয়। একে ‘%’ চিহ্ন দ্বারা লেখা হয়।

কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ জন ছাত্র। যদি ওই শ্রেণিতে শতকরা কতজন ছাত্র তা বের করতে বলা হয়, তখন আমরা শতকরার নিয়মানুসারে অঙ্কটির সমাধান করি।

শতকরা অঙ্কে, বিশেষ করে যেসব অঙ্কের সমাধান শতকরায় করা হয় সেসব ক্ষেত্রে উত্তরে শতকরা চিহ্ন (%) ব্যবহার করতে হয়

মন্তব্য