kalerkantho

সোমবার। ২৭ মে ২০১৯। ১৩ জ্যৈষ্ঠ ১৪২৬। ২১ রমজান ১৪৪০

বৈশিষ্ট্য

স্ট্রাটোমণ্ডল

[নবম-দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ বইয়ের পঞ্চম অধ্যায়ে স্ট্রাটোমণ্ডলের ওপর আলোচনা আছে]

১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্ট্রাটোমণ্ডল

ট্রপোবিরতির ওপরের দিকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত স্ট্রাটোমণ্ডল নামে পরিচিত।

♦ এই স্তরেই ওজোন (O3) গ্যাসের স্তর বেশি পরিমাণে আছে। এ ওজোন স্তর সূর্যের আলোর বেশির ভাগ অতিবেগুনি রশ্মি শুষে নেয়। ধীরে ধীরে তাপমাত্রা ৪ সেলিসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়।

♦ এই স্তরের বায়ুতে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনো রকম জলীয়বাষ্প থাকে না। ফলে আবহাওয়া থাকে শান্ত ও শুষ্ক। ঝড়বৃষ্টি থাকে না বলেই এই স্তরের মধ্য দিয়ে সাধারণত জেট বিমানগুলো চলাচল করে। 

♦ প্রায় ৫০ কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা পুনরায় হ্রাস পেতে শুরু করে। এটি স্ট্রাটোমণ্ডলের শেষ প্রান্ত নির্ধারণ করে।

মন্তব্য