kalerkantho

সোমবার । ২৪ জুন ২০১৯। ১০ আষাঢ় ১৪২৬। ২০ শাওয়াল ১৪৪০

জানা-অজানা

ভিসুভিয়াস

[নবম ও দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ বইয়ের চতুর্থ অধ্যায়ে ভিসুভিয়াস পর্বতের কথা উল্লেখ আছে]

১০ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভিসুভিয়াস

আগ্নেয়গিরি থেকে উদিগরিত পদার্থ সঞ্চিত হয়ে বা জমাট বেঁধে আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়। এই পর্বতগুলো দেখতে মোচাকৃতির। বিশ্বের বিভিন্ন দেশে এমন পর্বত রয়েছে। ইতালির ভিসুভিয়াস এদের অন্যতম। প্রাচীন গ্রিসের লেখকরা ভিসুভিয়াসকে ডেকেছেন ভিন্ন ভিন্ন নামে। রোমান সাম্রাজ্যের শুরুর দিকের লেখকরা ‘ভিসুভিয়াস’ নামটি ব্যবহার করেছেন। ইতালির নেপলস থেকে ৯ কিলোমিটার পূর্বে সমুদ্র উপকূলের খুব কাছে এর অবস্থান। ইউরোপের মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত একমাত্র আগ্নেয়গিরি, যাতে বিগত কয়েক শতাব্দীর মধ্যে অগ্ন্যুৎপাত হয়েছে। মাউন্ট ভিসুভিয়াস বেশি পরিচিত খিস্টপূর্ব ৭৯ অব্দের অগ্ন্যুৎপাতের জন্য। সেই অগ্ন্যুৎপাতে পম্পেই ও হারকিউলানিয়াম নামের দুটি রোমান শহর লাভার নিচে চাপা পড়ে ধ্বংস হয়ে যায়। বর্তমানে ভিসুভিয়াসকে পৃথিবীর সব থেকে ভয়ংকর আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি ধরা হয়। ভিসুভিয়াসের সব শেষ অগ্ন্যুৎপাত হয়েছিল ১৯৪৪ সালে।          

♦ আব্দুর রাজ্জাক

মন্তব্য