kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

এমন যদি হতো

উড়তে যদি পারি!

একদিন ঘুম থেকে উঠে দেখলে উড়তে পারছ। এর বাইরে অবশ্য আর কোনো বাড়তি ক্ষমতা নেই। কী করবে তুমি?

৪ মার্চ, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেউড়তে যদি পারি!

উড়তে পারছি ভালো কথা। নামতে পারবো কিনা সেটা তো জানি না!   

          —আসমা বিনতে আহমেদ

 

স্কুলের জন্য ১৫ মিনিট পর বের হবো

          —তৌহিদুর রহমান পাভেল

 

কোনো টিভি চ্যানেলের অফিসের সামনে গিয়ে উড়তে থাকব। আমাকে বিখ্যাত বানানোর দায়িত্ব তাদেরই

          —সাইফ সাখাওয়াত

 

আমি উড়বই না। স্বাভাবিক মানুষের মতোই থাকতে চাই

          —ইনজামাম নিলয়

 

একবার অন্তত আকাশে ঘুমানোর ট্রাই করতাম। আমার তো আর ডানা ঝাপটানোর প্রয়োজন নেই। এমনিতেই উড়ছি

          —এস ডি আকাশ

 

পৃথিবীতে নাকি একই রকমের সাতজন করে লোক থাকে। উড়ে উড়ে আমার মতো বাকি ছয়জনকে খুঁজে বের করতাম

          —আনিস-উর-রহমান

 

তাড়াতাড়ি ভালো পোশাক পরে নেব। মানুষ আমাকে সুপারম্যান ভাববে, সেলফি তুলতে চাইবে

          —মো. সাদনান খান

 

আমি যে মোটা, তাতে ওড়া সম্ভব নয়

          —তাহসিন

 

উটপাখিদের কোচিং করাব, কিভাবে উড়তে হয় শেখাবো

          —ডেরেক মুন্না

 

সমাজ ক্লাসের সময় বিলীন হয়ে যেতাম প্রকৃতির মাঝে

          —সাকিবুল ইসলাম

 

এক দৌড়ে দর্জির দোকানে যাব। আগে একটি সুপার হিরো পোশাক তো লাগবে!

          —জারা জাবিন

 

মারভেল বা ডিসি কমিকসের অফিসের সামনে গিয়ে ধরনা দিতাম। আমাকে নিয়ে কমিকস বানানোর অনুরোধ করতাম

          —জাওয়াদ-উল হক

 

আজকের প্রশ্ন

একটা জাদুর নোটবুক আর কলম পেলে। সমস্যা হলো, তাতে যা লিখবে, ঘটবে তার উল্টোটা। কী লিখবে?

উত্তর পাঠাও আমাদের ফেসবুক গ্রুপ (Facebook.com/groups/447338902349393) বা ই-মেইলে।

মন্তব্য