<p>রাজধানীর খিলক্ষেতে কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা সিটি করপোরেশনের দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বনরূপার অদূরে এ দুর্ঘটনা ঘটে। </p> <p>নিহতরা হলেন—  আশরাফ আলী (৬০) ও নেহার বেগম (৪০)। নিহত আশরাফ আলীর গ্রামের বাড়ি শেরপুরে ও নেহার বেগমের বাড়ি নওগাঁয়। </p> <p>বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার সহকারী  উপপরিদর্শক (এএসআই) রুহুল আমিন বলেন, রবিবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় এক নারীসহ সিটি করপোরেশনের দুই পরিচ্ছন্নতাকর্মী ঘটনাস্থলে নিহত হন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1542493"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইরানি হামলায় ইসরায়েলের অন্তত পাঁচটি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত, দাবি টেলিগ্রাফের" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/07/06/1751777698-4c697db08b55d2f63b5f6ebe1057091c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm">ইরানি হামলায় ইসরায়েলের অন্তত পাঁচটি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত, দাবি টেলিগ্রাফের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2025/07/06/1542493" target="_blank"> </a></div> </div> <p>এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দসহ চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা। </p>