<p>এলাকা ছেড়ে পালিয়েও রক্ষা পেলেন না মো. জাকির হোসেন (৩৯) নামে এক বাসচালক। তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের জেরে তাকে গুলি করে আহত করেছেন স্থানীয় সন্ত্রাসীরা। রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে রামপুরা ব্রিজের কাছে এ ঘটনাটি ঘটে। </p> <p>ওই বাসচালকের শ্বশুর আলম হোসেন বলেন, জাকির তার পরিবার নিয়ে বাড্ডা আনন্দনগর থাকত। সে বাস চালাত। মাসখানেক আগে কোনো একটা তুচ্ছ বিষয় নিয়ে স্থানীয় প্রভাবশালী আশরাফ আমার নাতি অর্থাৎ আহত জাকিরের ১০ বছরের ছেলেকে বকাঝকা ও মারধর করেন। এ নিয়ে প্রতিবাদ করে জাকির। পরে সেখানে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। </p> <p>তিনি বলেন, পরে আমরা জানতে পারি আশরাফ ওই এলাকার প্রভাবশালী চন্দন গ্রুপের আত্মীয়। তাদের পরে ভয়ে বাস চালানো বন্ধ রাখেন আমার জামাই। শুধু তাই নয়, আমরা তার ভয়ে ওই এলাকা ছেড়ে পরিবারসহ খিলঁগাও সিপাহীবাগ চলে যায়।<br />  <br /> তিনি আরও বলেন, গত রাতে রামপুরা ব্রিজের পাশে বাস পার্কিং করে সামনে একটি চায়ের দোকানের সামনে অবস্থানকালে জাকিরকে ৩-৪ টি গুলি করে। এর মধ্যে একটি গুলি তার বাম হাতে লাগে। পরে সেখান থেকে তাকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল,সেখান থেকে ঢামেক হাসপাতাল, সেখান থেকে সর্বশেষ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। বতর্মানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। </p> <p>আহত বাসচালকের শ্বশুরের ধারণা, পূর্ব শত্রুতার জেরে ওই আশরাফের লোকজনই তার জামাইকে গুলি করে আহত করেছে।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্ত করছে ইসরায়েলের পুলিশ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/03/1738569835-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে তদন্ত করছে ইসরায়েলের পুলিশ</p> </div> </div> </div> </div> </div> <p>ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। </p>