<p>পাঁচ বছর অতিক্রম করে ছয় বছরে পা রাখছে ফেসবুক ভিত্তিক সংগঠন ‘এসএসসি ১৯৮৬ বাংলাদেশ’। এ উপলক্ষে শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর জলসিঁড়ি গালফ ক্লাবে আয়োজিত হবে জমকালো এক অনুষ্ঠান।</p> <p>তিন পর্বের এই অনুষ্ঠানটি সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এতে যোগ দেবেন কয়েক হাজার পঞ্চাশোর্ধ্ব নারী-পুরুষ। সংগঠনটির সাধারণ সম্পাদক নাহিদ আক্তার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।</p> <p style="text-align:center"><img alt="১" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/মোহাইমিন/473245469_1797382827726232_2609826188769061353_n.jpg" width="1000" /></p> <p>রাজধানী ছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চলে বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজ সংস্কারকের ভূমিকা রেখে চলেছে ‘এসএসসি ১৯৮৬ বাংলাদেশ’ গ্রুপটি। এ যেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সংগ্রামে অংশগ্রহণকারী পঞ্চাশোর্ধ্ব নারী-পুরুষদের নতুন এক প্ল্যাটফর্ম, যা বন্ধুত্বের দারুণ এক নজির। ইতোমধ্যে গ্রুপটির সদস্য সংখ্যাও কয়েক হাজার ছাড়িয়েছে।</p>