<p style="text-align:justify">রাজধানীর বনশ্রী এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে খালে পড়ে গেছে। বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। বাসটিতে কতজন যাত্রী ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।</p> <p style="text-align:justify">শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টা ৪২ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে বাসটি উদ্ধারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।</p> <p style="text-align:justify">দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি জানান, বনশ্রীর ডি-ব্লকে আলিফ পরিবহনের একটি বাস উল্টে খালে পড়ে যায়। খাল থেকে বাসটি উদ্ধারে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।</p> <p style="text-align:justify">তিনি আরো জানান, বাসটি উদ্ধারের পর হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।</p> <p style="text-align:justify">প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।</p>