<p style="text-align:justify">আওতাধীন এলাকা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস, ফেস্টুন, ব্যানার, পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড আগামী ৩ দিনের মধ্যে অপসারণ করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।</p> <p style="text-align:justify">শনিবার (৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক এবং সদস্যসচিব মো. মোস্তফা জামান। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১০ তারিখের সমাবেশে যোগ দিতে এসে আ. লীগ নেতা আটক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/09/1731157347-88251dcfdda65e66b671d1f6fd54e29f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১০ তারিখের সমাবেশে যোগ দিতে এসে আ. লীগ নেতা আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/09/1444643" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পলায়নের পর থেকে অদ্যাবধি ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সব থানা, ওয়ার্ড ও ইউনিটসমূহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস, ফেস্টুন, ব্যানার, পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড আগামী ৩ দিনের মধ্যে অপসারণ করার জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক এবং সদস্যসচিব মো. মোস্তফা জামান নির্দেশনা প্রদান করেছেন।</p>