<p>বায়ু দূষণের তালিকায় আজ চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ু দূষণ সূচকে ঢাকার বাতাসের স্কোর আজ ১৭৭। বাতাসের এই মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। আজ বুধবার সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বায়ু, পানি ও শব্দদূষণ মোকাবেলায় একসঙ্গে কাজ করতে হবে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/09/1728418009-341fe95853f9d03b7ebe0ec5ea1c4708.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বায়ু, পানি ও শব্দদূষণ মোকাবেলায় একসঙ্গে কাজ করতে হবে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/print-edition/news/2024/10/09/1433346" target="_blank"> </a></div> </div> <p>এসময় বায়ু দূষণে তালিকার শীর্ষে অবস্থান করছে ভারতের শহর দিল্লী। বায়ু দূষণ সূচকে ৩০৬ স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ। তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ ও পাকিস্তানের লাহোর। দুটি  শহরের বাতাদের মানই ২৩৬ যা খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/12/1723409463-76ef9a9e202ef1f3cb4e27f7998da7f9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/print-edition/first-page/2024/08/12/1414043" target="_blank"> </a></div> </div> <p>এদিকে বুধবার সকাল ৯টায় ঢাকার সবচেয়ে দূষিত এলাকা ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা। সূচকে এই এলাকার বাতাসের মান ২৬২। ২০২ স্কোর নিয়ে এর পরেই রয়েছে আরামবাগের অবস্থান। গুলশান লেক পার্ক, সাভারের হেমায়েতপুর, গুলশান ২ আইসিডিডিআরবি এলাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দূষণ কমলেও ‘বড় বিপদে’ ঢাকা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/07/06/1720210814-666b3f4c3bed60b693be6dec2f11fd35.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দূষণ কমলেও ‘বড় বিপদে’ ঢাকা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/print-edition/last-page/2024/07/06/1403787" target="_blank"> </a></div> </div> <p>আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।</p>