<p>আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল। এর আগে সপ্তাহে ৬ দিন চলত মেট্রো।</p> <p>আজ বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কম্পানির সচিব (অতিরিক্ত দায়িত্ব) খোন্দকার এহতেশামুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।</p> <p>আদেশে বলা হয়েছে, প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৩টায় মেট্রো রেল উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে যাবে। রাত ৯টা পর্যন্ত মতিঝিল স্টেশনে চলাচল করবে। এ ছাড়া শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৮টা ৪০ পর্যন্ত মেট্রো রেল মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত চলবে।</p>