<p style="text-align:justify">রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট নগর প্লাজার দোকানের বিদ্যুৎ বিল ও পানি বিল বাবদ ৪৮ লাখ টাকা বকেরা রেখে ওই টাকা লোপাট করেছে বলে অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের আস্থাভাজন লোকজনের বিরুদ্ধে। এ ছাড়া অভিযোগ উঠেছে, দোকানের ডেকোরেশন, মালামাল লোড-আনলোডসহ বিভিন্ন সময় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করে টাকা আত্মসাৎ করতেন তারা।</p> <p style="text-align:justify">বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এমন অভিযোগে ফুলবাড়িয়া সুপারমার্কেটের নগর প্লাজা ভবনের সামনে এক সংবাদ সম্মেলন করেন মার্কেটটির ব্যবসায়ীরা।</p> <p style="text-align:justify">এতে নগর প্লাজার ব্যবসায়ী মোশাররফ হোসেন রাজু বলেন, ‘দীর্ঘ ১৬ বছর একটা দলের শাসন আমলে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। এখানে ব্যবসার চেয়ে চাঁদা দিতে হত বেশি। এই মার্কেটে বিদ্যুতের অতিরিক্ত বিল আদায়, ওয়াসার পানি বিল নিয়ে পরিশোধ না করা, দোকান ডেকোরেশন করতে গেলে প্রতি লাখে ১০ হাজার টাকা দেওয়া, মাল লোড-আনলোডে চাঁদা দেওয়া, মার্কেটে এসি লাগালে ৩০ হাজার টাকা দাবি করাসহ ৪৮ লাখ টাকা লোপাট করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা। </p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, এই টাকা লোপাটের ঘটনায় গেণ্ডারিয়ার আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর হেলেনা আক্তার, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আউয়াল হোসেন, ৩৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মানিক, দিলদার, সোহেল ও অনিকসহ আরো অনেকে জড়িত। আমরা চাচ্ছি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত মার্কেট। যারা লাখ লাখ টাকা লোপাট করে নিয়ে গেছে তাদের আইনের আওতায় আনা দাবি জানান মানববন্ধনকারী মার্কেটটির ব্যবসায়ীরা।</p> <p style="text-align:justify">মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা আরো জানান, তারা হতাশাগ্রস্ত। দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র তাপসের মদদপুষ্টরা আবারও মার্কেট দখলের পাঁয়তারা করছেন। এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতা চান সাধারণ ব্যবসায়ীরা। এ সময় সব ব্যবসায়ী ঐক্যবদ্ধ থেকে তাদের প্রতিহতের আহ্বান জানান। </p> <p style="text-align:justify">এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা মামুন হাসান বলেন, ‘মার্কেটে সাধারণ ব্যবসায়ীদের সাথে আমি যোগাযোগ রাখছি। চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সকল ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছি।’</p>