<p>রাজধানীর যাত্রাবাড়ীতে পারিবারিক কলহে ঝগড়াঝাঁটির জেরে বৃদ্ধ মাকে ছেলে ও তার বউয়ের বিরুদ্ধে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মৃতের নাম চানতারা বেগম (৭০)। তিনি ভিক্ষাবৃত্তি করতেন।</p> <p>নিহত চানতারা বেগম নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুকিমপুর গ্রামের মৃত বশির উদ্দিন প্রধানের মেয়ে। তিনি যাত্রাবাড়ীর কুতুবখালী থাকতেন। নিহতের ভাগিনা মো. কামাল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন।</p> <p>ঘটনার সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার এসআই মাহমুদা রহমান। তিনি জানান, গতকাল বুধবার (২৮ আগস্ট) দুপুরে ছেলে ও ছেলের স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাঁটি হয়, এক পর্যায়ে তারা চানতারা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে প্রতিবেশীরা তাদের (দম্পতি) মামুন ও স্ত্রী ফাতেমাকে আটক করে থানায় সোপর্দ করে।</p> <p>নিহতের ভাগিনা কামাল হোসেন জানান, তারা মা-ছেলে ও ছেলের স্ত্রী-সন্তান একই সঙ্গে থাকতেন। মামুন ছিলেন নিহত চানতারা বেগমের একমাত্র ছেলে। তিনি মাছের আড়তে মিনতির কাজ করতেন। তাদের দুই সন্তান রয়েছে। </p> <p>জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য চানতারা বেগমের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।</p>