<p>যাত্রাবাড়ীতে গণপিটুনিতে দুই তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন মো. সাইদুল ইসলাম ইয়াসিন (১৯) ও সাইদ আরাফাত শরিফ (২০)। আহত অবস্থায় তাদের সকাল সোয়া ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করেন। চিকিৎসারত অবস্থায় ইয়াসিন ১০টা ৫৫ মিনিটে মারা যান।</p> <p>ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘যাত্রাবাড়ী থানা এলাকায় তাদের গণধোলাই দেওয়া হয়। পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবগত করা হয়েছে।’</p> <p>জানা গেছে, সায়েদাবাদ এলাকায় সকালে তাদের পিটিয়ে ফেলে রেখে যাওয়া হয়। সেখান থেকে কে বা কারা তাদের যাত্রাবাড়ী থানায় এনে রেখে চলে যায়। সেখানে পড়ে থাকতে দেখে ভলান্টিয়ার কিছু ছাত্র তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।</p> <p>যাত্রাবাড়ীর ধলপুর, বউবাজার এলাকার শাখাওয়াত হোসেন ও মা শিল্পী আক্তারের ছেলে। কুতুবখালী এলাকার একটি মাদরাসার শিক্ষার্থী ছিল। শরিফের বাবার নাম কবির হোসেন বলে জানা গেছে।</p>