<p style="text-align:justify">উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে সহযোগিতাকারী বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ প্রতারণার অভিযোগ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম কে বাশারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৩০ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়।</p> <p style="text-align:justify">আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে সড়ক অবরোধ করে ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করেন।</p> <p style="text-align:justify">এরআগে গতকাল সোমবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীরা বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান বাশারের স্ত্রী ও এর ভাইস-চেয়ারম্যান খন্দকার সেলিনা রওশন, জিএম আবু জাহিদ ও ক্যাশিয়ার মাহবুব হোসেনকে গুলশান থানা এলাকায় কর্তব্যরত সেনা কর্মকর্তাদের কাছে সোপর্দ করেন। একই সঙ্গে শিগগিরই তারা প্রতিষ্ঠানটিকে টাকা ফেরত দেওয়ার আলটিমেটাম দেন। </p> <p style="text-align:justify">প্রতারণার শিকার ছাত্রদের প্রতিনিধি মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, গত দুই বছর ধরে কানাডায় পাঠানোর কথা বলে টাকা জমা নিয়েছে বিএসবি গ্লোবাল। তারা কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও টিউশন ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে টাকা জমা নেয়। অনেকে তার পরিবারের সদস্যদের জন্যও টাকা জমা দিয়েছেন। কেউ ১২ লাখ, কেউ ১৫ লাখ টাকাও দিয়েছেন। তারা সবাই এখন বিপাকে পড়েছেন।<br />  </p>