<p>রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে আজ মঙ্গলবার (৬ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে তিন জনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। এর মধ্যে দুজনের মরদেহের ওপরে পুলিশের পোশাক দেখা গেছে। আরেকজনের মরদেহের হাতে হাতকড়া পরানো রয়েছে। থানার সামনে অন্তত সাত থেকে আটটি পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। পোড়া গাড়ি থেকে বিভিন্ন জিনিস লুট করে নিয়ে যেতে দেখা গেছে মানুষকে। থানার ভেতরেও ঢুকতে দেখা গেছে মানুষজনকে।</p> <p>গতকাল সোমবার (৫ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনকারীরা অবস্থান নেন রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায়। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করলে নিহত হন অনেকে।</p> <p>ঢাকা মেডিক্যাল হাসপাতাল সূত্র জানায়, গুলিতে মারা যাওয়া ৩০ জনকে যাত্রাবাড়ী এলাকা থেকে হাসপাতালে নেওয়া হয়েছে।</p> <p>গতকাল সোমবার দুপুরের পর বিক্ষোভকারীরা যাত্রাবাড়ী থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। একপর্যায়ে তারা থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের মারধর করেন। এতে কয়েকজন পুলিশ সদস্য হতাহত হন। আজ মঙ্গলবার সকালে থানার সামনে এই পরিস্থিতি দেখা যায়।</p> <p>যাত্রাবাড়ীর ঘটনার প্রত্যক্ষদর্শী মো. শোয়াইব ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গণমাধ্যমকে বলেন, ‘জোহরের নামাজ আদায়ের পর আমরা সবাই যাত্রাবাড়ী থানার সামনে ছিলাম। হঠাৎ পুলিশ আমাদের ওপর গুলি করতে শুরু করে। আমি অন্তত ১০–১৫ জনকে থানার সামনে মরে পড়ে থাকতে দেখি। পরে গোলাগুলি থামলে থানার সামনে পড়ে থাকা লাশগুলো নিয়ে আসি।’</p> <p>প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার বিকেলে বিক্ষোভকারীরা যাত্রাবাড়ী থানায় হামলা চালান।</p>