<p style="text-align:justify">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন চলছে দেশজুড়ে। অসহযোগের প্রথম দিন রোববার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর সিএমএম আদালতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আগুন দেওয়া হয়েছে পুলিশের একটি গাড়িতে।</p> <p style="text-align:justify">দুপুর পৌনে ১২টার দিকে আন্দোলনকারীরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপ করেন। </p> <p style="text-align:justify">এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, দুর্বৃত্তরা লাঠিসোটা ও ব্যাট হাতে নিয়ে ভাঙচুর চালাচ্ছে। আদালতে উৎসুক জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা দেখছিলেন। অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।</p> <p style="text-align:justify">সকাল ১০টার পর পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত পুরো এলাকাজুড়ে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। বেলা ১১টা ৪০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।</p> <p style="text-align:justify">সংঘর্ষ চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।</p>