<p style="text-align:justify">কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মিরপুরে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। </p> <p style="text-align:justify">আজ বুধবার দুপুর ২টার দিকে মিরপুরের বেনারসি পল্লির একটি সড়কে এই মিছিল নিয়ে নামেন তারা। এ সময় প্রায় ২০ জনের একটি পুলিশ দল তাদের বাইক নিয়ে ঘিরে রাখে। পরে পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে ফিরিয়ে দেয়।</p> <p style="text-align:justify">অন্যদিকে কয়েক মিটার দূরে মিরপুর ১০-এর  প্রধান সড়কে অবস্থান নেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। তারা আন্দোলনকারীদের দেখলে প্রতিহত করতে এগিয়ে গেলে মাঝে পুলিশ দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেয়।</p> <p style="text-align:justify">ঘটনাস্থলে মিরপুর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত একাধিক (এসআই) উপপরিদর্শক বলেন, শিক্ষার্থীরা আজ কী জন্য আন্দোলনে নেমেছে তারাই বলতে পারছে না। তারা (শিক্ষার্থীরা) প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মতো সময় রাস্তায় এসেছিল। আমরা তাদের বুঝিয়ে যার যার বাসায় পাঠিয়ে দিয়েছি। আজকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।<br />  </p>