<p style="text-align:justify">কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে কেরানীগঞ্জের দুই থানায় ১৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে দুটি মামলা দায়ের করেছে পুলিশ।</p> <p style="text-align:justify">দক্ষিণ কেরানীগঞ্জ থানার আমবাগিচা এলাকায় ও কেরানীগঞ্জ মডেল থানা এলাকার জনি টাওয়ারের সামনে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ ও সরকারি কাজে বাধা প্রদান করার অভিযোগে মামলা দুটি দায়ের করে পুলিশ।</p> <p style="text-align:justify">মামলার পরিপ্রেক্ষিতে গত দুই দিনে দুই থানায় ৯ জন করে মোট ১৮ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।</p> <p style="text-align:justify">কেরানীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহাব উদ্দিন সাহাব বলেন, ‘কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে পুলিশের ওপর হামলা ও নাশকতার ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুর করে নাশকতা চালানো হয়েছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ৮৮ জন ও কেরানীগঞ্জ মডেল থানায় ৫২ জনকে অজ্ঞাতনামা আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ গত দুই দিনে ৯ জনকে এবং কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ আরো ৯ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান চলছে।’<br />  </p>