<p style="text-align:justify">ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। এ সময় আন্দোলনকারীদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোক্টর অধ্যাপক আব্দুল মুহিতসহ অন্তত চার শিক্ষক আহত হয়েছেন। আহত শিক্ষকদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। </p> <p style="text-align:justify">আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। তারা কোটা সংস্কার ও হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকেন।</p> <p style="text-align:justify">পাশাপাশি বুয়েট, মেডিক্যাল ও আশপাশের কলেজগুলো থেকেও শিক্ষার্থীরা আসেন। আন্দোলনকারীরা শহীদ মিনারের আশপাশ এলাকা অবরোধ করে রেখেছেন। </p> <p style="text-align:justify">এদিকে শহীদ মিনার অঞ্চলে দফায় দফায় সংঘর্ষ তৈরি হচ্ছে। আন্দোলনকারীরা বলছেন, ছাত্রলীগ কিছু অনুপ্রবেশকারীকে আমাদের আন্দোলনে ঢুকিয়ে দিয়েছে। তারা আমাদের ছবি ও ভিডিও ছাত্রলীগের কাছে পৌঁছে দিচ্ছে।</p> <p style="text-align:justify">কোটাবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলার অভিযোগ করে তাদের ওপর দফায় দফায় হামলা করা হচ্ছে।</p>