kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

এফআর টাওয়ারে আগুন : লামিয়ার বেঁচে ফেরার রুদ্ধশ্বাস গল্প

কালের কণ্ঠ অনলাইন   

৩১ মার্চ, ২০১৯ ২০:২৫ | পড়া যাবে ১ মিনিটেএফআর টাওয়ারে আগুন : লামিয়ার বেঁচে ফেরার রুদ্ধশ্বাস গল্প

ঢাকার বনানীর এফআর টাওয়ারে আগুন লেগে ২৬ জনের মৃত্যুর পর দমকল কর্মকর্তারা বলেছেন, ভবনটিতে সম্ভাব্য অগ্নিকাণ্ড থেকে পালানোর সিঁড়ি ছিল ঠিকই - কিন্তু তা ছিল তালাবন্ধ।

আগুন লাগার পর অনেকেই জানালা ভেঙে সাহায্যের জন্য হাত নাড়েন।

ভবনে আটকে পড়া শত মানুষের মধ্যে একজন ছিলেন লামিয়া ইসলাম।

বিবিসি বাংলার সানজানা চৌধুরীকে বলেছেন কীভাবে তিনি ভবন থেকে বাইরে বের হলেন।

শুনুন লামিয়ার মুখেই...

মন্তব্য