kalerkantho

সোমবার । ৬ আশ্বিন ১৪২৭ । ২১ সেপ্টেম্বর ২০২০। ৩ সফর ১৪৪২

ধানমন্ডিতে আগুন লাগার ভুয়া খবর দিয়ে ডাকা হল ফায়ার সার্ভিস!

কালের কণ্ঠ অনলাইন   

৩০ মার্চ, ২০১৯ ২২:২৬ | পড়া যাবে ২ মিনিটেধানমন্ডিতে আগুন লাগার ভুয়া খবর দিয়ে ডাকা হল ফায়ার সার্ভিস!

ধানমন্ডিতে এবার আগুন লাগার ভুয়া খবর দিয়ে ডাকা হল ফায়ার সার্ভিসকে। শনিবার (৩০ মার্চ) রাতে ফোন পেয়ে ধানমন্ডির ৫ নম্বর রোডের ২২ নম্বর বাসায় গিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দেখতে পান সেখানে কোনো আগুন লাগেনি।

ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশন অফিসার মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, একজন ডাক্তার মহিলা, পান্থপথে উনার অফিস থেকে আমাদের ফোন করে জানান, তার বাড়িতে আগুন লেগেছে। উনার গাড়ির ড্রাইভার ফোন করে নাকি উনাকে এটা জানিয়েছেন। আমরা তাৎক্ষণিক সেখানে যাই। কিন্তু ওই বাসার লোকজন আগুন লাগার বিষয়ে কিছু বলতে পারেনি।

তিনি বলেন, আমরা ওই ড্রাইভারকে বললাম, এমনিতেই মানুষ আতঙ্কের মধ্যে আছে। আপনি কেনো এভাবে ফোন দিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন।

এদিকে ধানমন্ডিতেই আরেকটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও সে আগুন অতটা গুরুতর ছিল না।

ধানমন্ডি থানার ওসি আব্দুল লতিফ জানান, রাত ৮টা ২৪ মিনিটে ধানমন্ডির ১১/এ নম্বর সড়কের ৬৩ নম্বর বাসায় আগুন লাগে। সিগারেট খাওয়ার পর তা ময়লার ঝুড়িতে ফেলা হলে সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পাঠানো হয়। তবে তারা আসার আগেই স্টিংগুইশার দিয়ে বাড়ির বাসিন্দারাই আগুন নিভিয়ে ফেলেন।

মন্তব্যসাতদিনের সেরা