kalerkantho

রবিবার । ২ মাঘ ১৪২৮। ১৬ জানুয়ারি ২০২২। ১২ জমাদিউস সানি ১৪৪৩

এবার গুলশান ২-এ ডেল্টা লাইফ ইন্সুরেন্স ভবনে আগুন

কালের কণ্ঠ অনলাইন   

৩০ মার্চ, ২০১৯ ১৬:৪২ | পড়া যাবে ১ মিনিটেএবার গুলশান ২-এ ডেল্টা লাইফ ইন্সুরেন্স ভবনে আগুন

এবার রাজধানীর গুলশান ২-এ ডেল্টা লাইফ ইন্সুরেন্স ভবনের পাঁচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার ৩টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টিউবলাইট থেকে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়ার আগেই আগুন নিভে গেছে।

আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

উল্লেখ্য, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ভবনটি বাংলাদেশের অন্যতম সুউচ্চ ভবন। 

এর আগে ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

গত বৃহস্পতিবার বনানীর ২২তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত ও ৭১ জন আহত হন। দীর্ঘ ৫ ঘণ্টা ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।সাতদিনের সেরা