kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১                     

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে ২৭ মার্চ দেশব্যাপী বাম জোটের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   

২৪ মার্চ, ২০১৯ ১৬:৪২ | পড়া যাবে ১ মিনিটেগ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে ২৭ মার্চ দেশব্যাপী বাম জোটের বিক্ষোভ

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামী ২৭ মার্চ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। 

জোটের সমন্বয়ক বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ আজ রবিবার এক বিবৃতিতে জানিয়েছেন, ওই দিন জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এছাড়া কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

ওই বিবৃতিতে গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদ জানিয়ে বাম জোট সমন্বয়ক বলেছেন, দেশের গ্যাস বিতরণ ও সঞ্চালন কোম্পানিগুলো লাভজনক অবস্থায় থাকার পরও দাম বৃদ্ধির পাঁয়তারা চলছে। দেশের স্থলভাগ ও সমুদ্র বক্ষের গ্যাস অনুসন্ধান-উত্তোলনে কার্যকর উদ্যোগ না নিয়ে গ্যাস সংকটের অজুহাত দেখিয়ে মুনাফাখোর সিলিন্ডার ব্যবসায়ীদের স্বার্থে এলএনজি আমদানির অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করা হচ্ছে।

বিবৃতিতে দেশ ও জনগণের স্বার্থে মূল্যবৃদ্ধি ও এলএনজি আমদানির সর্বনাশা উদ্যোগ বন্ধ করে স্থলভাগ ও সমুদ্রবক্ষের গ্যাস জাতীয় কোম্পানি বাপেক্সকে দিয়ে দ্রুত অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা