kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১                     

রামপুরায় চারতলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মার্চ, ২০১৯ ২১:২৮ | পড়া যাবে ১ মিনিটেরামপুরায় চারতলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর রামপুরায় একটি চারতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার বিকাল ৫টায় রামপুরার মক্কী মসজিদ গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। তবে ভবনের ভেতর থাকা তিনটি মোটরসাইকেল পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

খিলগাঁও ফায়ার সার্ভিসের পরিদর্শক আবুদল আলিম শিকদার জানান, অগ্নিনির্বাপণ কর্মীরা ১০ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছেন। কোনো লোকজন হতাহত হয়নি। তবে বসবাসের জন্য ভবনটি অনিরাপদ।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, ভবনের ভেতরে অনেক মোটরসাইকেল ছিল। তিনটি বাদে বাকিগুলো নিরাপদে বের করে নিয়েছেন স্থানীয়রা। এছাড়া কম্পিউটার, প্রিন্টার ও মোবাইলসামগ্রীও ভস্মীভূত হয়েছে।

তিনি বলেন, ভবনটি অনেক পুরনো। দেয়ালের পলেস্তরা খসে পড়েছে। এটা মানুষ বসবাসের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

এ ব্যাপারে হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ গোলাম আজম বলেন, চারতলা ভবনটির তিনতলায় লোকজন বাস করেন। তবে নিচতলায় একটি কম্পিউটার দোকান আছে। সেখানে শর্টসার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মন্তব্যসাতদিনের সেরা