kalerkantho

উত্তরায় এসি বিস্ফোরণে দম্পতি দগ্ধ

নিজস্ব প্রতিবেদক   

২০ মার্চ, ২০১৯ ০৫:০৫ | পড়া যাবে ১ মিনিটেউত্তরায় এসি বিস্ফোরণে দম্পতি দগ্ধ

রাজধানীর উত্তরায় এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। তাঁরা হলেন বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর ভূঁইয়া (৬০) ও তাঁর স্ত্রী উত্তরা পশ্চিম থানার মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিলকিস ফারজানা বেবি (৪৮)। 

গত সোমবার রাতে ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি সাততলা ভবনের পঞ্চম তলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ দুজনেরই শরীর ৯৫ শতাংশ পুড়ে গেছে। তাঁরা অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইউনিটের আবাসিক চিকিত্সক ডা. পার্থ শঙ্কর পাল। 

আলমগীর ভূঁইয়ার ছোট ভাই তানজিল শাহরিয়া জানান, শয়নকক্ষে এসি বিস্ফোরণে তাঁর ভাই ও ভাবি দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটিতে ভর্তি করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা