kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে ঢামেকে নানা কর্মসূচি

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মার্চ, ২০১৯ ১৫:১৪ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে ঢামেকে নানা কর্মসূচি

ফাইল ফটো

জাতিক জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বিভিন্ন কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচির মধ্যে ছিল রোগীদের ফ্রি চিকিৎসা ও পরীক্ষা এবং আলোচনা সভা।

হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন জানান, সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত হাসপাতালে বহির বিভাগে আসা রোগীদের ফ্রি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পাশাপাশি প্যাথলজি বিভাগের কিছু পরীক্ষায় এই সময়ের মধ্যে ফ্রি করানো হয়েছে। সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালে সভাকক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর জীবনী উপরে আলোচনা করা হয়।

দিনটিতে হাসপাতালের রোগীদের মধ্যে বিশেষ খাবার দেওয়া হয়েছে। খাবারের মধ্যে আছে পোলাও, রোস্ট, মুরগির রেজালা ডিমের কোরমাসহ মিষ্টিও থাকবে। বিভিন্ন ধরনের আইটেমের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শিশু ওয়ার্ডগুলোতে সুসজ্জিত করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা