kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছিনতাইকারী নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মার্চ, ২০১৯ ১২:৪১ | পড়া যাবে ১ মিনিটেমোহাম্মদপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছিনতাইকারী নিহত

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় (৪০) এক ছিনতাইকারী মারা গেছেন। এ সময় গুলিবিদ্ধ হন হান্নান (৩৭) নামে অপর এক ছিনতাইকারী। তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস জানান,  মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটির পাশে রাস্তার মোড়ে কিছু ছিনতাইকারীরা প্রাইভেটকার নিয়ে অবস্থান করছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এ সময় ছিনতাইকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে অজ্ঞাতনামা এক ছিনতাইকারী নিহত হয়। এ ঘটনায় হান্নান (৩৭) নামে এক ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। বর্তমানে পঙ্গু হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো জানান, এরা হচ্ছে প্রাইভেটকার নিয়ে ঢাকা শহরে ছিনতাই করে বেড়ায়। ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার, পিস্তলসহ চারটি চাপাতি উদ্ধার করা হয়। 

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরায়ারর্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

 

মন্তব্যসাতদিনের সেরা