kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

বনানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মার্চ, ২০১৯ ১২:০৬ | পড়া যাবে ১ মিনিটেবনানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২

রাজধানীর বনানীতে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগে দুইজন দগ্ধ হয়েছেন। আজ রবিবার সকাল ৮টার দিকে বনানীর ব্লক -২ এর একটি ১৪ তলা ভবনের দ্বিতয় তলায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার নাজমা খাতুন জানান, সকাল ৮টার দিকে বনানীর ব্লক -২ এর ৩৪ নম্বর বাড়ির দোতলায় এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে আমরা দুঘর্টনাস্থলে পৌঁছাই। তবে এর আগেই প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলে ও দুঘর্টনায় আহত দুই নারীকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায়।

মন্তব্যসাতদিনের সেরা