বিল্লা বিটু
পাসপোর্ট হারিয়ে বিপাকে পড়েছেন ক্যামেরুনের অধিবাসী বিল্লা বিটু। দু'মাস হলো বাংলাদেশের এসেছেন। গত ১১ মার্চ তারিখ সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপোলো হাসপাতালের সামনে পাসপোর্টটি হারিয়ে ফেলেন তিনি। এ বিষয়ে ভাটারা থানায় একটি জিডি করেছেন। ১২/০৩/২০১৯ তারিখে করা জিডি নং ৮০৩।
বাংলাদেশের ক্যামেরুনের কোনো দূতাবাস না থাকায় তার দিশেহারা অবস্থা! পাসপোর্টটি ফেরত পাওয়া ছাড়া তিনি আর কোনো উপায় দেখছেন না। খুব শিগগিরই দেশে ফিরতে হবে তাকে। কাজেই কেউ যদি পাসপোর্টটি পেয়ে থাকেন তবে তা ভাটারা থানায় জমা দেয়ার জন্যে বিশেষভাবে অনুরোধ করেছেন বিল্লা বিটু।
মন্তব্য