kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

সাঈদ খোকন জানালেন

ঢাকায় এপ্রিলে নামছে চক্রাকার বাস

নিজস্ব প্রতিবেদক   

১৪ মার্চ, ২০১৯ ০২:৪৯ | পড়া যাবে ১ মিনিটেঢাকায় এপ্রিলে নামছে চক্রাকার বাস

ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে আগামী এপ্রিলে ধানমণ্ডি, উত্তরা ও মতিঝিলে চক্রাকার বাস নামানোর পরিকল্পনা নিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। গতকাল বুধবার কমিটির সভা শেষে এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

মেয়র বলেন, ‘যাত্রীদের ভোগান্তি কমাতে এবং সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে। এপ্রিলে প্রাথমিকভাবে সেবাটি চালু করা হবে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন সাঈদ খোকন। এতে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান আব্দুর রহমান, পরিবহন নেতা এনায়েতুল্লাহ খান প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা