kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

আগুনে পুড়ে যাওয়া ভবনগুলোতে সতর্কীকরণ সাইনবোর্ড

কালের কণ্ঠ অনলাইন   

২২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৫৬ | পড়া যাবে ১ মিনিটেআগুনে পুড়ে যাওয়া ভবনগুলোতে সতর্কীকরণ সাইনবোর্ড

সংগৃহীত ছবি

লাল ফিতা দিয়ে কর্ডন করা হয়েছে চকবাজারের চুড়িহাট্টার আগুনে পুড়ে যাওয়া ও আংশিক পোড়া পাঁচটি ভবন। এসব ভবনে লাল-কালো কালিতে লেখা সাইনবোর্ড টাঙানো হয়েছে। 

জানা গেছে, আজ শুক্রবার ভোরে সাইনবোর্ডগুলো টাঙান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

সাইনবোর্ড টাঙানো ভবনগুলো হলো- চুড়িহাট্টার নন্দ কুমার দত্তের ১৮, ৬৩/২,৬৩/৩, ৬৪, ৬৫ নং ভবন। সাইনবোর্ডে লেখা রয়েছে, ‘ঝুকিপূর্ণ ভবন। ভবনটি ব্যবহার না করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।’

উল্লেখ্য, গত বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৬৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও আজ সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বলা হয় মৃতের সংখ্যা ৭০।  

মন্তব্যসাতদিনের সেরা