চলতি বছর একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক হরিশংকর জলদাসের ছোট গল্প নিয়ে চলচ্চিত্র নির্মিত হতে যাছে। 'চরণদাসী' নামের এই চলচ্চিত্রটি পরিচালনা করবেন আসাদুজ্জামান সবুজ। এর চিত্রনাট্য লিখছেন, রাইসুল তমাল। চিত্রনাট্য লেখার কাজ শেষ পর্যায়ে।
বিজ্ঞাপন
ইতোমধ্যে হারাধন চরিত্রের জন্য জুয়েল জহুরকে নির্বাচন করা হয়েছে। বাকি চরিত্রগুলোর জন্য বিভিন্ন জনের সাথে আলোচনা হচ্ছে বলে জানালেন নির্মাতা সবুজ। ছবিটি এ বছরের মাঝামঝি সময়ে নির্মাণে যাবে বলেও তিনি জানান।