kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

জার্মান এমপিদের দু’টি প্রতিনিধি দল ঢাকায় আসছে

কূটনৈতিক প্রতিবেদক   

১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:০৮ | পড়া যাবে ১ মিনিটেজার্মান এমপিদের দু’টি প্রতিনিধি দল ঢাকায় আসছে

জার্মানির পার্লামেন্টের উচ্চ পর্যায়ের দু’টি প্রতিনিধি দল আগামী সপ্তাহে ঢাকায় আসছে। ঢাকায় জার্মান দূতাবাস জানায়, এ দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সম্ভাব্য প্রতিকার বিষয়ে জানতে একটি দল আসছে। অপর দলটি আসছে রোহিঙ্গা সংকট ঘিরে সৃষ্ট চ্যালেঞ্জ সম্পর্কে বিশদভাবে জানতে। দু’টি উচ্চ পর্যায়ের পার্লামেন্ট প্রতিনিধি দলের এই সফর বাংলাদেশ ও জার্মানির মধ্যে জোরালো ও বৈচিত্রময় সম্পর্কের প্রতিফলন। 

জানা গেছে, জার্মান পার্লামেন্ট বুন্ডেসতাগের ভাইস প্রেসিডেন্ট কডিয়া ওচের নেতৃত্বে প্রথম দলটিতে রয়েছে মাথিয়াস জিমার ও ফ্রিদউয়োফ শ্মিথ। 

অপর দলটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্কবিষয়ক পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্র“পের। এর নেতৃত্বে আছেন গ্রুপটির চেয়ারম্যান তোবিয়াস ফুগার। ওই দলে আরো আছেন গ্যাব্রিয়েলে কাৎজমারেক ও বেটিনা র্স্টাক-ওয়াতজিনগার। এই দলটি রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিন দেখতে কক্সবাজারে যাবে। এছাড়া এ দেশের সরকারি কর্মকর্তা ও রোহিঙ্গাদের প্রতিনিধিদের সঙ্গে দলটির সাক্ষাতের কথা রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা