kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

হাতিরঝিলে প্লাস্টিক কুড়ালেন ইইউ রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক   

১৮ অক্টোবর, ২০১৮ ১৯:৩০ | পড়া যাবে ১ মিনিটেহাতিরঝিলে প্লাস্টিক কুড়ালেন ইইউ রাষ্ট্রদূত

রাজধানীর হাতিরঝিল লেক এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের প্রধান ও রাষ্ট্রদূত রেঞ্চা টিয়েরিংকসহ ইইউ মিশনের কর্মীরা। ইইউর প্লাস্টিকবিরোধী নীতির অংশ হিসেবে বৃহস্পতিবার তারা এ প্রচারণায় অংশ নেন। এছাড়া বাংলাদেশ পরিবেশ আন্দোলনের প্রায় ৪০ জন কর্মীও তাঁদের সঙ্গে যোগ দেন। 

ইইউ দূতাবাস জানায়, প্লাস্টিক দূষণের ব্যাপারে বৈশ্বিক উদ্বেগের প্রেক্ষিতে ইইউ প্লাস্টিকবিরোধী অবস্থান নিয়েছে। এর অংশ হিসেবে ইইউ ও বিশ্বজুড়ে অংশীদার দেশগুলোতে বিপজ্জনক প্লাস্টিক নিরুৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। 

ইইউ দূতাবাস জানায়, ঢাকার বাসিন্দারা হাতিরছিল এলাকাকে বিশুদ্ধ বাতাস নেওয়ার স্থান হিসেবে বিবেচনা করে থাকে। কিন্তু প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা ফেলায় সুন্দর এই লেকটিও সমস্যায় পড়ছে। লেক সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে ইইউ মিশন আজ সেখানে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। 

জানা গেছে, অভিযানে ১০ বস্তা পলিথিন টুকরো কুড়ানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা